শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আনসার চ্যাম্পিয়ন

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : স্বাধীনতা দিবস কিক বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। দু’দিনব্যাপী প্রতিযোগিতায় আটটি স্বর্ণ জেতে তারা। অন্যদিকে দু’টি স্বর্ণ জিতে রানার্সআপ হয়েছে কিশোরগঞ্জ। গতকাল সমাপণী দিনের খেলায় আনসারের রাতুল ইসলাম ফ্লাই ওয়েটে, বেন্টাম ওয়েট শ্রেণীতে মোহাম্মদ রিপন, ওয়েল্টার ওয়েটে মকিতুল ইসলাম, মহিলাদের বেন্টাম ওয়েটে জান্নাত আরা বৃষ্টি, ওয়াইকু ক্যাটাগরিতে (মিউজিক্যাল ফর্ম) সর্বজিৎ চন্দ্র, মারজরি বিনতে আনোয়ারা লাইট ফ্লাইট ওয়েটে স্বর্ণ জেতেন। এছাড়া কিশোরগঞ্জের পক্ষে মহিলা বিভাগে যুথি আক্তার পিন ওয়েট ক্যাটাগরিতে, বৃষ্টি খাতুন লাইট ফ্লাই ওজন শ্রেণীতে স্বর্ণ জিতে নেয়। ঢাকার মোহাম্মদ জায়েম বিন নাজিম কুরুইজার ক্যাটাগরিতে স্বর্ন জিতেছেন। আর পঞ্চগড়ের লাইট ফ্লাই ওয়েটে নাইমুর রহমান স্বর্ণ জিতেছেন। দিনাজপুরের কান্তি রয় ছিলেন একমাত্র স্বর্ন জয়। কাল জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এ সময় যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ আনসারের মহাপরিচালক মেজর জেনালেন নাজিম উদ্দিন, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
উন্মুক্ত রাগবি চ্যাম্পিয়ন ইয়ং স্টার
চট্টগ্রাম ব্যুরো : রাগবি ফেডারেশনের সহযোগিতায় ও সিজেকেএস রাগবি কমিটির আয়োজনে রাঙ্গুনীয়া সদরে উন্মুক্ত রাগবি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে মাইজপাড়া ইয়ং স্টার ক্লাব। তারা ২২-১৫ পয়েন্টে গোল্ডেন সেভেনস্টার ক্লাবকে হারিয়ে এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৬টি দল নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলের শীর্ষে এ দু’টি দল ফাইনালে অংশ নেয়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ রাগবি ফেডারেশনের নির্বাহী সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল। এ সময় সিজেকেএস রাগবি কমিটির চেয়ারম্যান শাহজাদা আলম, নির্বাহী কমিটির সদস্য মো: ইউসুফসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন