শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

টানা তৃতীয় জয়ে সেমির পথে জামাল

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে ‘এ’ গ্রæপে টানা তৃতীয় জয়ে সেমিফাইনালের পথে রয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে শেখ জামাল ১-০ গোলে হারায় উত্তর বারিধারা ক্লাবকে। তবে ভাগ্য খারাপ বলতে হবে বারিধারার। ম্যাচে তারা শেখ জামালের সাথে সমান তালে লড়লেও আত্মঘাতি গোলেই হার মেনে নেয়। শেখ জামাল নিজেদের প্রথম ম্যাচে মোহামেডানকে ২-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে মৌসুমের সর্বাধিক ৫-০ গোলের জয় পেলেও কাল বারিধারার বিপক্ষে ঘাম ঝরেছে তাদের। জয় এসেছে ঠিকই তবে তা উত্তর বারিধারার ভুলেই। ম্যাচের বয়স তখন ২০ মিনিট। বক্সের দশ গজ দূর থেকে শেখ জামালের ডিফেন্ডার লিংকনের উঁচু শট বক্সে হেড দিয়ে ক্লিয়ার করতে যান প্রতিপক্ষ ডিফেন্ডার মনির আলম। কিন্তু হাত উঁচিয়েও বলের নাগাল পাননি বারিধারার গোলরক্ষক এরশাদ। ফলে যা হবার তাই হয়েছে, মনিরের শটটিই বারিধারার জালে জড়িয়ে যায়। ফলে গোল পাবার আনন্দে উল্লসিত হয়ে ওঠে শেখ জামাল শিবির (১-০)। প্রথমার্ধের অন্তিম সময়ে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করে বিজয়ীরা। দূর্ভাগ্য টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিকম্যান ওয়েডস আনসেলমির। এসময়ে ডানপ্রান্ত দিয়ে এই হাইতিয়ানের শট বারে লেগে মাঠের বাইরে চলে যায়। দ্বিতীয়ার্ধে যেন গোল শোধে মরিয়া হয়ে ওঠে বারিধারা। তারা একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলে শেখ জামালের রক্ষণভাগকে। অভিজ্ঞ ফিনিশারের অভাবে গোল শোধ করতে পারেনি বারিধারা। তাদের সব আক্রমণই জামালে ডি-বক্সে গিয়ে মুখ থুবরে পড়ে যায়। ম্যাচ শেষ হওয়ার মিনিট তিন আগে বক্সের কোনায় ফ্রি কিক পায় শেখ জামাল। ওয়েডসনের শট ছিলো নিশ্চিত গোল। কিন্তু বারিধারার গোলকিপার এরশাদের দক্ষতায় দুই গোল হজমের হাত থেকে এ যাত্রা রক্ষা পায় বারিধারা। ফলে ১-০ গোলের কষ্টের জয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে শেখ জামালকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন