শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁদপুরে মাদকবিরোধী অভিযান: ১১ দিনে বন্দুকযুদ্ধে নিহত ৩ : আটক ১০৪

চাঁদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১২:০০ এএম

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এ শ্লোগানে সারাদেশের ন্যায় চাঁদপুরে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে ৩ জন নিহত ও মাদক ব্যবসায়ী আটক হওয়ার খবরে অনেকে গা ঢাকা দিয়েছে। এছাড়া অনেক মাদক ব্যবসায়ী বিশেষ কৌশলে পুলিশের কাছে ধরা দিয়ে জেলে গিয়ে নিরাপদে থাকছে। চলমান অভিযানে গত ১১ দিনে পুলিশের সাথে মাদক ব্যবসায়ীদের পৃথক বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। এ পর্যন্ত আটক হয়েছে ১০৪ জন। তাদের কাছ থেকে বিপুল পরিমানে নিষিদ্ধ ইয়াবা, গাঁজা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেন্টার থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সাথে সাথেই চাঁদপুরে মাদক বিরোধী চিরুনি অভিযান শুরু হয় । চাঁদপুর সদর, হাইমচর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, কচুয়া, শাহারাস্তি, মতলব উত্তর, মতলব দক্ষিণসহ ৮টি উপজেলাতেই পুলিশ চিরুনি অভিযান পরিচালনা করে। গত ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত ১১দিনের অভিযানে ১০৪ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১৪শ’ ২১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ২শ’ ৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৭১টি মামলা রুজু করা হয়েছে। অভিযান চলাকালে পুলিশের সাথে পৃথক বন্ধুকযুদ্ধে কচুয়া, মতলব দক্ষিণ ও ফরিদগঞ্জ উপজেলায় ৩জন নিহত হয়েছে। নিহতরা হলেন, কচুয়ার ৫টি মাদক মামলার আসামী বাবুল , মতলব দক্ষিণের ৭টি মাদক মামলার আসামী সেলিম এবং ফরিদগঞ্জের ১০টি মাদক মামলার আসামী আবু সাইদ ওরফে লাল বাদশা। পুলিশের এ অভিযান এবং বন্ধুকযুদ্ধে তিন মাদক বিক্রেতা নিহত হওয়া খবর পেয়ে চাঁদপুরের শীর্ষ মাদক বিক্রেতারা গা ঢাকা দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন