টঙ্গীতে হামিম গ্রুপের একটি কারখানায় প্যান্ট চুরির দায়ে এক শ্রমিককে নিরাপত্তা কর্মীদের বেদম মারধরের পর গুরুতর আহত শ্রমিক তৈয়ব আলীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিরা কারখানার কাঁচ ও আসবাব পত্র ভাঙচুর চালায়। গতকাল শনিবার সকালে টঙ্গীর মিলগেইট এলাকায় হামিম গ্রুপের একটি নিটিং ওয়াশিং প্ল্যান্টে এ ঘটনা ঘটে। পরে টঙ্গী থানা পুলিশ ও গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর মিলগেইট শহীদ সুন্দর আলী রোড এলাকায় হামিম গ্রুপের নিটিং ওয়াশিং প্ল্যান্টের শ্রমিক তৈয়ব আলীকে কারখানার একটি প্যান্ট চুরির ঘটনায় নিরাপত্তাকর্মীরা বেদম মারধর করেন। পরে তাকে আহত অবস্থায় টঙ্গী হাসপাতালে পাঠায়। শুক্রবার রাতে সহকর্মীরা খবর পান তৈয়ব মারা গেছেন। এ খবরে শনিবার সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানায় কাঁচ-মালপত্র ভাঙচুরসহ কারখানা চত্বরে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন