মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

টঙ্গীতে স্কুল দারোয়ানকে চাবুক দিয়ে পিটিয়েছে যুবলীগ নেতা

টঙ্গী (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

টঙ্গীর শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের দারোয়ান ফখরুল আলম জিলানীকে (৩৫) চাবুক দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলো স্থানীয় এক যুবলীগ নেতা । ভুক্তভোগী জিলানী জানান, গত বৃহস্পতিবার দুপুরে ৪৭নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মনির হোসেন সাগর ও গ্রাম আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন স্কুলের পানির পাম্প ছাড়াকে কেন্দ্র করে দারোয়ান জিলানীকে দলবল নিয়ে মারধর করেন। এসময় মারধরের হাত থেকে বাঁচার জন্য নিজেকে রোজাদার বললেও মারধর বন্ধ করেনি হামলাকারীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শিলমুন এলাকায় খাবার পানির স্বল্পতার কারণে শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়ের স্কুলের পানির পাম্প থেকে এলাকাবাসীকে প্রতিদিন পানি দেওয়া হতো। তবে কয়েকদিন আগে স্কুলের ম্যানেজিং কমিটির সভায় ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন হেলাল পানি বন্ধ রাখার নির্দেশ দেন। কাউন্সিলরের নির্দেশে গত বুধবার পানি দেওয়া বন্ধ রাখে স্কুলের দারোয়ান জিলানী। বৃহস্পতিবার দুপুরে ৪৭নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মনির হোসেন সাগর ও গ্রাম আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন দলবল নিয়ে স্কুলের দারোয়ান জিলানীকে পানি বন্ধ রাখার কারণ জিজ্ঞেস করেন। এসময় স্কুলের দারোয়ান জিলানী কাউন্সিলর হেলালের নির্দেশে পানি বন্ধ রেখেছে জানালে ক্ষিপ্ত হয়ে উঠে যুবলীগ সভাপতি মনির। মনির কাউন্সিলর হেলাল উদ্দিন হেলালের অনুসারী। কাউন্সিলরের নামে মিথ্যাচার করছে দাবি করে মনির হোসেন সাগর ও গ্রাম আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হাতে তৈরি এক প্রকারের বিশেষ চাবুক দিয়ে স্কুলের দারোয়ান জিলানীকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়। এ বিষয়ে জানতে ৪৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মনির হোসেন সাগরের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন