শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজে চোখ মুমিনুলের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে ভারতে আছে জাতীয় দল। রঙিন পোশাকে না থাকায় মুমিনুল হক আছেন দেশেই। নিজেকে তৈরি করছেন পরের টেস্টের সিরিজের জন্য। টেস্ট দলের অপরিহার্য সদস্য ওয়েস্ট ইন্ডিজে কিছু করে দেখানোর তাগিদও অনুভব করছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে টেস্ট খেলবে বাংলাদেশ। ৪ জুলাই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে এসে জানিয়েছেন এই সিরিজ নিয়ে তার রোমাঞ্চের কথা, ‘রোমাঞ্চিত অবশ্যই। ভালো খেলার তাগিদ আছে। দলের জন্যে কিছু করার তাগিদ আছে। প্রস্তুতি নিচ্ছি, হয়ত ভালো কিছু হবে।’
তবে বরাবরের মতো এবারও আলাদা কোন ব্যক্তিগত লক্ষ্য ঠিক করে নিজের দিকে চাপ বাড়াতে নারাজ এই বাঁহাতি, ‘কোন সিরিজের আগে ওরকম কোন লক্ষ্য থাকে না। এখন চেষ্টা করি যে দলের জন্য যতটুকু পাড়ি অবদান রাখার। সেটা ৫০ শতাংশ হোক, ৭০ শতাংশ হোক বা ৮০ শতাংশ হোক। দিনে দিনে ওটা বাড়ানোর চেষ্টা করি।’
ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি প্রতিদিন ব্যাট-বলেও ঝালাই করে নিচ্ছেন নিজেকে। এই মুহূর্তে জাতীয় দলে ব্যাটিং কোচ না থাকায় ছোটখাটো সমস্যা শোধরাতে পুরনো গুরুর কাছেই দ্বারস্থ হবেন তিনি, ‘আপনারা তো জানেন আমার কোন সমস্যা হলে আমি সালাউদ্দিন স্যারের (মোহাম্মদ সালাউদ্দিন) কাছে যাই। উনি সমাধান করে দেন। ছোটবেলা থেকে তিনি দেখছেন আমাকে, সামান্য সমস্যা দেখলেই বুঝতে পারেন। তো ওটার জন্য (ব্যাটিং কোচ না থাকা) আমার খুব বেশি সমস্যা হয় না।’
কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজকে টপকে র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। তবু ঘরের মাঠে যথেষ্ট শক্তিশালী ক্যারিবিয়ানরা। কিন্তু মুমিনুল নিজেদেরই এগিয়ে রাখছেন, ‘টেস্টে আমার কাছে মনে হয় আমরা একটু আগায়া আছি। কারণ আমাদের যারা আছেন পাঁচ-ছয়জন সিনিয়র আছেন অনেকদিন থেকে। অনেক ভালো পারফর্ম করছেন। ওদের তুলনায় আমরা অনেক ভালো আমার মনে হয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন