শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

যারা সশস্ত্র জিহাদকে জঙ্গীবাদ বলে তারা আবু জাহেলের উত্তরসূরী -পীর সাহেব জৌনপুরী

ইসলামে জিহাদ হচ্ছে ইবাদত

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গতকাল আব্বাসী মঞ্জিল, জৌনপুরী দরবার শরীফ পাঠানটুলী শাহী জামে মসজিদে দারসে হাদীস উপলক্ষ্যে (৪০টি হাদীস) সমাপনী দারস ও বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ্ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী বলেছেন বদর দিবসে রাসূলে ক্বারীম (সাঃ) মাত্র ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে বদর প্রান্তরে কাফের, মুশরেকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং সে যুদ্ধে মহা বিজয় অর্জন করেছিলেন। আর বদর ছিল ইসলামের প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধ যার দ্বারা ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং শিরক, কুফরকে উপরে ফেলা হয়েছিল। যা আজও পৃথিবীতে ইসলামী আন্দোলন ও বিপ্লবী কর্মীদেরকে চেতনা দান করে। বোখারী শরীফের রয়েছে সাহাবায়ে কেরাম কখনই কাফেরদের কাছে মাথা নত করেননি। এর ফলে তাদেরকে আল্লাহ মহা বিজয় দিয়েছিলেন। গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পীর সাহেব জৌনপুরী আরো বলেন ইসলামে সশস্ত্র জিহাদ আর সন্ত্রাস এক নয় বরং সশস্ত্র জিহাদ হলো ইবাদত। যারা সশস্ত্র জিহাদকে সন্ত্রাস বলে তারা আবু জাহেলের থেকেও ভয়ানক। সশস্ত্র জিহাদ হলো কুরআন হাদীসের ফরমুলায়, আই, এস, হলো কুরআন হাদীসের বাহিরের। তাই আমাদের অবস্থান হবে জিহাদের পক্ষে, আই,এস এর বিপক্ষে। বিদায়ী মুনাজাতের পীর সাহেব হুজুর দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন। মাহফিলে কুরআন তেলওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী মাওলানা সাইয়্যেদ ওবায়দুল্লাহ্ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন