ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাই পৌর শহরের থানা রোড-ঢুলিভিটা বাস স্ট্যান্ডের মধ্যবর্তী স্থানে একটি স’ মিলের সামনে থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় সদ্য ভূমিষ্ঠ নবজাতক (মেয়ে) আজ মঙ্গলবার সকালে কুড়িয়ে পেল স্থানীয় একটি মেহেদী কারখানার নারী শ্রমিক। নবজাতকটি বর্তমানে ওই নারী শ্রমিকের বাসায় আছে।
জানা গেছে, ধামরাই ইউনিয়নের শরীফবাগ চরপাড়া গ্রামের জুলেখার বাসার ভাড়াটিয়া শাহাজাহান মিয়ার স্ত্রী ফিরোজা বেগম স্থানীয় একটি(মেহেদী কারখানার শ্রমিক) আজ সকালে কারখানায় যাওয়ার পথে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতকটির কান্নার শব্দ শুনতে পায়। পরে দেখে সদ্য ভূমিষ্ঠ নবজাতক যার নাড়িও বাঁধা হয়নি। এ অবস্থায় দেখে পাশের একটি দোকান থেকে গামছা এতে নবজাতককে ওই নারী শ্রমিক বাড়ি নিয়ে নেয়। নবজাতকটিকে এক নজরে দেখার জন্য নারী শ্রমিকের বাড়ি অনেক নারী-পুরুষ ভিড় করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন