শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বাংলাদেশ ব্যাংক-বিডি ফাইন্যন্স চুক্তি

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম


অর্থনৈতিক রিপোর্টার : পরিবেশ বান্ধব পণ্য/উদ্যোগের জন্য পূণ:অর্থায়ন তহবিলের আওতায় উদ্যোক্তাদের আর্থিক সহোযোগিতা প্রদানে বাংলাদেশ ব্যাংক ও দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানী লিমিটেডের (বিডি ফাইন্যান্স) মধ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যাবস্থাপক মনোজ কুমার বিশ^াস ও বিডি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় এখন থেকে বিডি ফাইন্যান্স নবায়নযোগ্য জ¦ালানি, জ¦ালানি দক্ষ/সাশ্রয়ী প্রযুক্তি, বিকল্প জ¦ালানী, বর্জ্য ব্যবস্থাপনা,পূন:প্রক্রিয়াকরণ উপযোগী দ্রব্য প্রস্ততকরণ,পরিবেশ বান্ধব ইট উৎপাদন, পরিবেশ বান্ধব স্থাপনা- এসব খাতে উদ্যোক্তাদের স্বল্প সুদে আর্থিক সহোযোগিতা প্রদান করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক রবীন কুমার পাল, যুগ্ম পরিচালক বাবেয়া খন্দকার এবং বিডি ফাইন্যান্স-এর মোহাম্মদ আবু রাশেদ নয়াব, হেড অব সিআরএম, সাজ্জাদুর রহমান ভুঁইয়া,সিএফও, আমরানুল হক, হেড এন্ড গ্রীন ফাইন্যান্সিং সহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন