স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার, কিছুদিন আগে বিশ্বকাপ ফাইনালেও খেলেছেন, এখনকার দলের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি। সেই মঈন আলীকে ইংল্যান্ডের বিমানবন্দরের লোকজন চিনবে না! নাকি তাঁর শ্বশ্রæমÐিত চেহারা কিংবা ধর্মীয় পরিচয়টার কারণেই হেনস্তার শিকার হলেন? গতকাল শনিবার বার্মিংহাম বিমানবন্দরে ৪০ মিনিট আটকে রাখা হয় মঈনকে। নিজের এই নতুন অভিজ্ঞতা টুইট করেই জানিয়েছেন ইংলিম অলরাউন্ডার, ‘এত দিন ইংল্যান্ড ক্রিকেট দলের পোশাকে কতই না যাওয়া-আসা করেছি। যেদিন একা, সেদিনই আমাকে আটকে দিল। কঠিন সময় পার করলাম!’ মইনের পরনে ইংল্যান্ড দলের জার্সি নেই। তাই তাঁকে চিনতে পারল না নিরাপত্তাকর্মীরা? নাম আর চেহারা দেখেও না? সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইজ শাহ মইন আলীর প্রতি সমব্যথী। তিনি টুইট করে লিখেছেন, ‘মনে হচ্ছে তোমার দাড়িই তোমাকে সমস্যায় ফেলেছে।’ আরেক মুসলিম সতীর্থ আদিল রশিদ বিষয়টাকে অভিহিত করেছেন ‘লজ্জা’ হিসেবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন