শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

নেইমারকে নিয়ে বার্সা-ব্রাজিল লড়াই!

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগামী জুনে হবে কোপা আমেরিকার শতবর্ষী আসর। আর রিওতে এবারের অলিম্পিক গেমস হবে অগাস্টে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অলিম্পিকে কখনও সোনার পদক পায়নি। এবার তাই আঁট ঘাঁট বেধেই নামছে ৫ বারের বিশ্বকাপজয়ীরা। আর তাই কোপা আমেরিকার শতবর্ষী আসর আর অলিম্পিক-দুটি প্রতিযোগিতার জন্যই দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন নেইমারকে পেতে সম্ভাব্য সব চেষ্টা করা হবে বলে জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সিবিএফ এরই মধ্যে তাদের ইচ্ছার কথা বার্সেলোনা কর্তৃপক্ষকে জানিয়েছে। নেইমারকে যে কোনো একটি প্রতিযোগিতার জন্য ছাড়া হবে জানিয়ে গেলপরশু সিবিএফকে চিঠি দেন বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন