ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিউরোজি এবং পুমসে তায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে পাঁচটি স্বর্ণসহ ১৫টি পদক জিতেছে বাংলাদেশ। ২ থেকে ৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত টুর্নামেন্টে সিনিয়র বিভাগে বিজিবির নুরুল ইসলাম ও একই দলের মাসুম খান, জুনিয়র বিভাগে বিকেএসপির মামুনুর রশিদ ও ইলিয়াস এবং পুমসে সিনিয়র একক বিভাগে উজ্জ্বল কুমার দেব স্বর্ণ পদক জেতেন। রুপা জেতেন কামরুল ইসলাম, বিজিবির জানে আলম ও শেখ হুমায়ুন কবির। এছাড়া আশিকুর রহমান ও বিজিবির কাজী এনায়েত উল্লাহ ব্রোঞ্জপদক জেতেন। বাকি পাঁচটি ব্রোঞ্জ আসে পুমসে বিভাগ থেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন