শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

সবজি চাষে মোস্তফার সাফল্য

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা ঃ ছাগলনাইয়ায় সবজি চাষ করে স্বাবলম্বী হতে চায় বর্গাচাষি গোলাম মোস্তফা। সরেজমিন গিয়ে দেখা যায়, মোস্তফা ১৫ বছর আগে সুদূর নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এসে পাড়ি জমান পশ্চিম ছাগলনাইয়া গ্রামে। পরিবার নিয়ে করিম উল্ল্যাহ হাজীর ভাড়া বাসায় বসবাস শুরু করেন তিনি। ছাগলনাইয়া পৌরশহরের সুবেদারি রাস্তার মাথা সংলগ্ন স্থানে আজিম উদ্দিনের ৯০ শতাংশ জায়গা বর্গানিয়ে সবজি চাষ শুরু করেন। এবার ওই জায়গায় তিতা করলা, শসিন্দা, পাতা কপি, ধনিয়া পাতা, পালং শাক ও পুইশাক চাষ করেন। এ পর্যন্ত ৩৫ টাকা হারে ১ হাজার ৩০ কেজি শসিন্দা ও ৫০ টাকা হারে ৪শ’ ৫০ কেজি তিতা করলা বিক্রি করেন। কৃষক গোলম মোস্তফার মতে, ফসল উঠা পর্যন্ত ৫শ’ কেজি শসিন্দা ও ১ হাজার ৬শ’ কেজি তিতা করলা বিক্রির আশা করেন তিনি। সে হিসেবে শুধুমাত্র ৫২ হাজার ৫শ’ টাকার শসিন্দা ও ১ লাখ ২ হাজার ৫শ’ টাকার তিতা করলা বিক্রি করে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা করেন। পাশাপাশি এবার পাতা কপি বিক্রি করে ১০ হাজার টাকা, ধনিয়া ৫ হাজার টাকা এবং পালং ও পুইশাক এখনো বিক্রি যোগ্য হয়নি। এ ব্যাপারে গোলাম মোস্তফা এ প্রতিবেদককে বলেন, গত বছর একই জমিতে ৫০ টাকা হারে ১ হাজার ৪শ’ কেজি শসিন্দা ও ৮০ টাকা হারে ৫শ’ কেজি তিতা করলা বিক্রি করেন। সে তুলনায় এবার ফলন বেশি হলেও দাম অনেক কম। ৯০ শতাংশের জমিতে সবজি চাষ করে ৩ ছেলে ও ১ মেয়ে নিয়ে তার সুখেই দিন কাটছে বলে তিনি জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন