শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘শতভাগ ইংলিশ’ ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

এবারের রাশিয়া বিশ্বকাপে ৩২ দলের মোট ৭৩৬ জন ফুটবলার অংশ নেবেন। যার ৭৪ শতাংশই ইউরোপের বিভিন্ন ক্লাবের হয়ে খেলে থাকেন। সবচেয়ে বেশি ১২৪ জন খেলেন ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে। তারপরে আছে স্পেনের ক্লাবগুলোতে খেলা ৮১ ও জার্মানির ক্লাবগুলোতে খেলা ৬৭ জন। একক ক্লাব হিসেবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি থেকে বিশ্বকাপে সুযোগ পেয়েছেন সর্বোচ্চ ১৬ জন। ১৫ জন সুযোগ পেয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে। বিশ্বকাপে বার্সেলোনার আছেন ১৪ জন ফুটবলার। ১২ জন করে জায়গা পেয়েছেন চেলসি, পিএসজি ও টটেনহ্যাম হটস্পার থেকে। বিশ্বকাপে নিজ দেশের ক্লাবে খেলার দিক থেকে সবচেয়ে এগিয়ে ইংল্যান্ড। ইংলিশদের বিশ্বকাপ স্কোয়াডের ২৩ জন ফুটবলারই তাদের নিজেদের ঘরোয়া লিগে খেলে থাকেন। সেনেগাল, সুইডেন স্কোয়াডে আবার জায়গা হয়নি স্থানীয় লিগের কারো!

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন