শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

অপদেবতারা আমার দলকে ক্ষমতায় আসতে দেবে না : নওয়াজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

পাকিস্তানে সাধারণ নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক দলের কর্মকান্ডের বিরুদ্ধে নানাবিধ নিষেধাজ্ঞা ও অভিযানের মাধ্যমে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে। ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজকে (পিএমএল-এন) বাধাগ্রস্ত করার জন্য এগুলো করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজীবন নিষিদ্ধ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আমার দলকে ক্ষমতায় যেতে বাধা দিতে আড়াল থেকে কলকাঠি নাড়ছে ‘অপদেবতারা’। তারা আমার দলকে ক্ষমতায় আসতে দেবে না। এর মাধ্যমে তিনি মূলত পাকিস্তানে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি ইঙ্গিত করেছেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানে নির্বাচনের প্রাক্কালে জনগণের ওপর সেনাবাহিনীর দমন-পীড়ন বাস্তব ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিকদের অপহরণ করা হচ্ছে বা তাদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে। এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে বড় বড় কয়েকটি গণমাধ্যম। এমনকি সরকারি দলের সহানুভূতিশীল গণমাধ্যম বা মতামতের ওপর কড়া নজরদারি বা শাস্তি দেয়া হচ্ছে। সাংবাদিক অপহরণের একেবারে সামপ্রতিক ঘটনা হচ্ছে নারী সাংবাদিক গুল বুখারির অপহরণ। ক্ষমতাসীন নওয়াজের দল পিএমএলকে চাপের মুখে রাখার জন্য প্রকাশ্যেই সেনাবাহিনীর সমালোচনা করতেন গুল বুখারি। লাহোরে বুধবার আচমকা মুখোশধারী কয়েক ব্যক্তি তাকে অপহরণ করে। অবশ্য কয়েক ঘণ্টা পরেই মুক্তি পান তিনি। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে সাংবাদিকমহল, মানবাধিকার কর্মীসহ সব স্তরে সমালোচনার ঢেউ ওঠে। সবাই বুখারির সাহসের প্রশংসা করেন। এমনকি পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম শরিফও এ ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেন। তিনি এটিকে নিষ্ঠুর নির্যাতন বলে উল্লেখ করেন। মানবাধিকার বিভিন্ন গোষ্ঠী ও পাকিস্তানের সামরিক বাহিনীর সমালোচকরা মনে করেন, সমালোচনাকারীদের কণ্ঠ থামিয়ে দেয়ার চেষ্টার অংশ এটি। এমন গুম হওয়ার পর ফিরে এসে অনেকে জানিয়েছেন সরকারি বাহিনীর তাদের কতটা নির্যাতন করেছে। অনেকে আবার ভয়ে অপহরণকারীর নামই মুখে আনেননি। আবার অনেকে এখনও নিখোঁজই আছেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Sidra Khan ৯ জুন, ২০১৮, ১:৫৯ পিএম says : 0
Right. Mr, Nawas sharif is the great Leader,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন