নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের হামলা বেড়ে যাওয়ায় কাশ্মীরে আরও ৯ ব্যাটালিয়ন সেনাসদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ৭ ব্যাটালিয়ন পাঠানো হবে সীমান্তে ও ২ ব্যাটালিয়ন দক্ষিণ কাশ্মীরের উপদ্রুত এলাকাগুলোতে। নারী বিক্ষোভকারীদের ঠেকাতে, দু’টি নারী ব্যাটালিয়ন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এসব ব্যাটালিয়নে দুই হাজারের মতো নারী সদস্য থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকার নারীরা আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিচ্ছে। কিশোরীরাও পাথর ছোড়ার ঘটনায় সক্রিয় ভূমিকা নিচ্ছে। বিক্ষোভকারী নারীদের রুখতে স্থানীয়দেরই নিয়োগ করা হবে ওই দুই ব্যাটালিয়নে। দু’দিনের জম্মু-কাশ্মীর সফর শেষে রাজনাথ বলেন, নারীদের একটি ব্যাটালিয়ন জম্মুতে ও দ্বিতীয়টি কাশ্মীরে মোতায়েন হবে। এর ফলে দু’হাজার নারীর কর্মসংস্থান তৈরি হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে হুরিয়ত নেতাদের সঙ্গে বৈঠক হয়নি। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন