ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক হযরত শাহ সূফী সৈয়দ আব্দুল হান্নান আল হাদী, পীর সাহেব বলেছেন আজ মুসলমানরা বিশ্বব্যাপী অমুসলিম শক্তির দ্বারা নির্যাতিত নিপীড়িত ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, ঘর বাড়ি থেকে বিতাড়িত ও সহায় সম্পদ ব্যবসা লুন্ঠনের শিকার হচ্ছে। এর একমাত্র কারণ মুসলমানরা আজ কাফেরেদের প্রলোভনে পড়ে ঈমানহারা ও আমলহীন হয়ে পড়েছে। প্রকৃত ইসলামের অনুসারী হয়ে এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার কাছে কান্না কাটি করে মুনাজাত করতে হবে এ বলে যে, হে আল্লাহ তাআলা কাফেররা যেভাবে আমাদেরকে হত্যা করছে, ঘরহারা-দেশছাড়া ও সম্পদহীন করছে আপনি তাদেরকে ঘরছাড়া দেশছাড়া, সম্পদহীন করুন। আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, আপনিই একমাত্র মুসলমানদের অভিভাবক, আপনি কাফেরদের ষড়যন্ত্রের কেন্দ্র বিন্দুকে জমিনে দাফন করে দিন অথবা সমুদ্রে ডুবিয়ে দিন, যারা হিদায়াতের উপযুক্ত তাদের কথা ভিন্ন এবং সমস্ত মুসলমানদের আপনি খাটি ঈমানদার ও মুমিন বানিয়ে তাদের হেফাজত করুন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন