শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আধিপত্যবাদী রাষ্ট্র আমেরিকার দখলদারিত্ব থেকে মুক্ত হলো আফগানিস্তান

ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২১, ৭:৩৮ পিএম

ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল-হাদী আজ এক বিবৃতিতে বলছেন, বিশ্বের শ্রেষ্ঠ আধিপত্যবাদী ও সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকার দখলদারিত্ব থেকে মুক্ত হলো মুসলিম রাষ্ট্র আফগানিস্তান। জনগণের ভালবাসায় তালেবানরা সেদেশের ক্ষমতায় অধিষ্ঠিত। এটাই ইসলামের শ্রেষ্ঠত্ব। ইসলামী চেতনা বুকে ধারণ করে এগিয়ে গেলে আল্লাহর মদদ আসবেই, এটা আল্লাহর ওয়াদা। তালেবান নেতারা আমাদের দেশের নেতাদের মত ঘুষ খায় না ও দুর্নীতি করে না। তাদের নৈতিক বল ও আল্লাহ তায়ালার প্রতি নির্ভরতা প্রশ্নাতীত। দেশের জনপ্রিয়তা প্রায় নব্বই ভাগ। আফগান জনগণ ইসলামের শরীয়তের আইনে সন্তুষ্ট। আফগানিস্তানে ইসলামিক আইন চালু হলে সারা পৃথিবী এঁর সুফল পাবে। তালেবানরা সেদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে এটাই বিশ্ব মুসলিম উম্মাহর প্রাণের দাবি। তিনি বলেন, কয়েক দশক দখলে রেখে ভিয়েতনামে আমেরিকার সৈন্যরা গণহত্যা, ধর্ষণ ও ধ্বংসযজ্ঞ চালানোর পর লড়াকু ভিয়েতনামীদের প্রতিরোধের কারণে মার্কিনীরা ভিয়েতনামে লজ্জাজনকভাবে পরাজিত হয়ে ফিরে গেছে। মুক্ত হয়েছে ভিয়েতনামের জনগণ। তালেবান বাহিনীর প্রতিরোধের মুখে আমেরিকার সেনা বাহিনী আফগানিস্তান ছেড়ে যেতে বাধ্য করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন