পাবনার বেড়া উপজেলায় খাদ্য বিষক্রিয়ায় ৪ পুলিশ সহ শতাধিক নারী ও পুরুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় ৪৫ জন নারী ও পুরুষকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে শয্যা স্বল্পতার কারণে ১৫জন রোগীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
পাবনা বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার(আর এম ও) এবং ডাঃ এস এম মিলন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বেড়া থানা পুলিশ ও খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত রোগীরা বলছেন, তাঁরা গতকাল ২৭ রমজান বেড়া পৌর মেয়রের ইফতার মাহফিল উপলক্ষে বিতরণকৃত খাদ্য বিরানী খাওয়ার পর প্রথমে বমি করতে করতে থাকেন। এর কিছুক্ষণ ডায়রিয়া শুরু হয়। খাদ্যে বিষক্রিয়ায় এবং অধিক গরমের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে চিকিৎসকরা জানান। বেড়া পৌর মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন বলেন, যারা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন তারা কেউ তার কার্ডধারী দাওয়াতি মেহমান ছিলেন না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন