বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

এপিএপিপিএস কর্মপরিকল্পনা নিয়ে আশাবাদী কাবুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

আফগানিস্তান-পাকিস্তান অ্যাকশান প্ল্যান ফর পিস অ্যান্ড সলিডারিটি (এপিএপিপিএস) বাস্তবায়নের ব্যাপারে আশাবাদী আফগান সরকারের কর্তাব্যক্তিরা। তাদের প্রত্যাশা, কাবুল ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা কমাতে এটা সাহায্য করবে। আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেস থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের সাথে সোমবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়াসহ সামরিক কর্মকর্তাদের যে বৈঠক হয়েছে, তা ফলপ্রসু হয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনির ডেপুটি মুখপাত্র শাহুসাইন মুর্তাজায়ী বলেছেন, “পাকিস্তানের সাথে কার্যকর এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে ঐতিহাসিক এবং মৌলিক সমস্যাগুলোর যুক্তিসম্মত সমাধান খুঁজে পেতে সাহায্য করছে”। সরকারী সূত্র মতে, আগের বৈঠকগুলোর সাথে সোমবার বৈঠকের পার্থক্য হলো এখানে সিদ্ধান্ত হয়েছে আগের ‘ভুল’ নীতিগুলোর পুনরাবৃত্তি যাতে না হয়। চিফ এক্সিকিউটিভ আবদুল্লাহ আবদুল্লাহর ডেপুটি মুখপাত্র ওমিদ মায়সাম বলেন, “মি বাজওয়া স্পষ্ট করে বলেছেন ভুল নীতিগুলো আফগানিস্তান বা পাকিস্তান কারোরই উপকার করছে না এবং পরিস্থিতি অনুযায়ী নীতি বদল হওয়া দরকার”। সাবেক স্বরাষ্ট্র বিষয়ক ডেপুটি মন্ত্রী মির্জা মোহাম্মদ ইয়ারমান্দ বলেন, “পাকিস্তান যখন শান্তি ও নিরাপত্তার প্রশ্নে আমাদের সাহায্য করতে চায়, তখন আমাদের অগ্রাধিকারগুলো ঠিক করা উচিত। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন