স্পোর্টস রিপোর্টার : বাংলা নববর্ষ উপলক্ষ্যে বগুড়ায় আয়োজন করা হচ্ছে গ্রামীণ খেলাধুলার। আর তা করছে বগুড়া থিয়েটার। ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় ১৪ এপ্রিল বগুড়া পৌর পার্কে শুরু হবে এই গ্রামীণ খেলাধুলার আসর। গোল্লাছুট, দাঁড়িয়াবান্দা, পাতা খেলা, লাঠি খেলা, মোরগ লড়াই, কানামাছি, বৌচি- এ সবই গ্রামীন খেলা। রাজধানীর নতুন প্রজন্ম এসব খেলা সম্পর্কে প্রায় অজ্ঞ। এই খেলাগুলোকে বাঁচিয়ে রাখতে ও তরুণ প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে কাজ করে যাচ্ছে বিভিন্ন সংগঠন। এদের মধ্যে অন্যতম বগুড়া থিয়েটার। এই সংগঠনটির একান্ত প্রচেষ্টায় আয়োজন হচ্ছে পাঁচদিন ব্যাপী গ্রামীণ খেলাধুলার। প্রতিযোগিতা শেষ হবে ১৮ এপ্রিল। ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন