স্পোর্টস রিপোর্টার : স্বাধীনতা দিবস রানার উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় দ্বিমুকুট জিতেছেন দিপু লাল। গতকাল জাতীয় টেনিস কমপ্লেক্সে পুরুষ এককের ফাইনালে দিপু লাল ২-০ সেটে অমল রায়কে হারিয়ে শিরোপা জয় করেন। পুরুষ দ্বৈতের ফাইনালে দিপু লাল ও আনোয়ার হোসেন জুটি ৩-০ সেটে মাহমুদুল হক ও হাসিবুল হক জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মহিলা এককের ফাইনালে আফরানা ইসলাম প্রীতি ২-০ সেটে পপি আক্তারকে হারিয়ে শিরোপা জেতেন। মহিলা দ্বৈতে ঈশিতা ও জয়া জুটি ২-০ সেটে প্রীতি ও ল²ী জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক একক (১৪ বছর গ্রæপে) তামিম বিন জাহিদ এবং বালিকা এককে পপি আক্তার শিরোপা জেতেন। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন