স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেদারল্যান্ডসের কোচ লোডভিক ডি ক্রুইফকে নিয়ে কম নাটক হয়নি। দুৃই বছর মেয়াদে জাতীয় দলের দায়িত্ব পালনকালে তিনি বার বার মিডিয়ার শিরোনাম হয়েছেন। বকেয়া বেতন-ভাতার দাবিতে সোচ্চার ছিলেন বলে শেষ পর্যন্ত ক্রুইফকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে বাধ্য হয়েছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার প্রশিক্ষণেই গত বছরের নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামেন মামুনুলরা। সেটাই ক্রুইফের অধীনে শেষবারের মতো মাঠে নামা জাতীয় দলের। এরপরই এই ডাচ কোচ ফিরে যান নিজ দেশে। তবে যাবার বেলায় বলে যান বাংলাদেশের প্রতি তার দুর্বলতার কথা। জানা গেছে সেই ক্রুইফকেই আবারও নিয়োগ দিচ্ছে বাফুফে।
আগামী ৩০ এপ্রিল বাফুফের নির্বাচন। স্বাভাবিকভাবেই এ নির্বাচনকে সামনে রেখে এখন ব্যস্ত বাফুফের কর্মকর্তারা। নির্বাচনে সভাপতি পদে তৃতীয়বারের মতো লড়বেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না করলেও ইতোমধ্যে আংশিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন তিনি। যেখানে জাতীয় দলের বিষয়টি প্রাধান্য পেয়েছে। অনেকদিন ধরেই সাফল্যহীন জাতীয় দল। এটা অস্বীকার করেননি সালাউদ্দিন। পুনরায় সভাপতি নির্বাচিত হলে জাতীয় দলের জন্য পরামর্শক নিয়োগসহ আমূল পরিবর্তনের ঘোষণা ইতোমধ্যে দিয়েছেন তিনি। তারই অংশ হিসেবে এখন থেকেই জাতীয় দল নিয়ে ভাবতে শুরু করেছেন সালাউদ্দিনের কমিটির কর্তারা। বেশ কিছুদিন ধরেই কোচশূন্য জাতীয় দল। বয়সভিত্তিক দলের প্রধান কোচ স্প্যানিশ গঞ্জালো সানচেজ মোরেনো সাময়িক দায়িত্ব পালন করছেন। অবশ্য এ দায়িত্ব তাকে বেশিদিন পালন করতে হচ্ছে না। কারণ খুব শীঘ্রই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ফিরিয়ে আনা হচ্ছে ডাক কোচ লোডভিক ডি ক্রুইফকে। গতকাল এমনটাই জানালেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘জাতীয় দলের প্রতি ক্রুইফের যে একগ্রতা, নিষ্ঠা এবং তিনি যেভাবে দলকে বোঝেন, জানেন সেসব দিক বিবেচনা করে আবারো তাকে ফিরিয়ে আনার কথা ভাবছি আমরা। আর এটা করলে নিশ্চয় ভুল হবে না। এখন আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। বর্তমান সভাপতি পুনরায় নির্বাচিত হলে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবো। তবে ক্রুইফসহ আরো অনেককেই আমরা কোচ হিসেবে আগাম ভেবে রেখেছি।’ বিষয়টি সম্পর্কে ক্রুইফও জানেন। তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বলেন,‘বাংলাদেশের ফুটবলকে ভালবাসি। বাফুফের সিদ্ধান্ত চুড়ান্ত হলে ভাববো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়?’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন