বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

দর বাড়ার-পতনের শীর্ষে

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম

দরপতনের শীর্ষে পপুলার লাইফ
অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ২৬ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি গতকাল সর্বশেষ ৯৬ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ৫৫৭ বারে কোম্পানির এক লাখ ৪৮ হাজার ২৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য এক কোটি ৪৮ লাখ টাকা। লুজারের দ্বিতীয় স্থানে থাকা জিলবাংলা সুগার মিলসের তিন টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ২৯ শতাংশ দর কমেছে।


দর বাড়ার শীর্ষে ফু-ওয়াং ফুড
অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৬৭১ বারে ৩০ লাখ ৮০ হাজার ৬৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২৮ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে উসমানিয়া গøাস শিট ফ্যাক্টরি লিমিটেড। গতকাল কোম্পানিটির দর বেড়েছে ১৫ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ।
কোম্পানিটি সর্বশেষ ১৬৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি দুই হাজার ৯৭৬ বারে ৭ লাখ ৮ হাজার ৭৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৫৪ লাখ টাকা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন