সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ঢাকা ব্যাংক-প্রাণ আরএফএল সমঝোতা চুক্তি

| প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ৯:৪৬ পিএম

সম্প্রতি ঢাকা ব্যাংক এবং প্রাণ-আরএফএলগ্রæপের মধ্যে পেরোল ব্যাংকিং এবং ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (প্রাণ-আরএফএল এর একটি প্রতিষ্ঠান) এর সকল কর্মকর্তা-কর্মচারীগণ পেরোল ব্যাংকিং সেবা পাবেন। এ ছাড়াও এ কারখানা প্রাঙ্গণে একটি এটিএম বুথ স্থাপন করা হবে। সমঝোতা চুক্তির আওতায় ঢাকা ব্যাংক প্রাণ-আরএফএল গ্রæপকে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা প্রদান করবে, যা ‘সি সলিউশন’ হিসেবে পরিচিত। ঢাকা ব্যাংক সি সলিউশন এর মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের সকল পেমেন্ট যেমন বেতন, ফিস, কমিশন, সরবরাহকারীর বিল, বিক্রেতার পেমেন্ট ইত্যাদি সহজে অটোমেটেড ব্যবস্থায় সম্পাদন করা যাবে। এ ব্যবস্থা গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা ও নমনীয়তা প্রদান করে । ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং প্রাণ-আরএফএল এর চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ আহসান খান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন