রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন

সরকারকে বি. চৌধুরী, রব ও মান্না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৮, ৯:৪৯ পিএম

 জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য পুনরায় দাবি জানিয়েছেন যুক্তফ্রন্টের নেতারা। ফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা সভাপতি সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবনে এক অনির্ধারিত বৈঠকে ফ্রন্টের নেতারা এ দাবি জানান। বি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেএসডির সভাপতি আ.স.ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহŸায়ক মাহমুদুর রহমান মান্না ও বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক প্রমূখ উপস্থিত ছিলেন। যুক্তফ্রন্টের নেতারা সম্প্রতি সরকারের সড়ক ও সেতু মন্ত্রী আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনকালীন সরকারের রূপরেখা সম্পর্কিত বক্তব্যে বিষ্ময় প্রকাশ করে বলেন, গত কয়েক বছরে বিভিন্ন র্নিবাচন বিশেষ করে গত জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সুতরাং সংসদ বজায় রেখে ভোটারবিহীন সরকারের অধীনে নির্বাচনকালীন সরকারের বিষয়ে মন্ত্রীর বক্তব্য যুক্তফ্রন্ট প্রত্যাখ্যান করছে। যুক্তফ্রন্ট নেতারা বলেন, একটি অংশগ্রহণমূল গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার সম্পর্কে আমাদের ধারণা আমরা গত কয়েক মাসে বিভিন্ন সভা-সমাবেশে তুলে ধরেছি। এ ব্যাপারে যুক্তফ্রন্টের সুষ্পষ্ট বক্তব্য হলো, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং জাতীয় সংসদ ও মন্ত্রিসভা ভেঙ্গে দিয়ে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। যুক্তফ্রন্ট্রের তিন নেতা জনগণকে ঈদোত্তর শুভেচ্ছা জানিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে সোচ্চার ও সক্রিয় হবার আহŸান জানান। তারা মৌলভীবাজারের বর্ন্যার্তদের পাশে দাঁড়ানোর আহŸান জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন