শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঘাটাইল পৌরসভার বাজেট ঘোষণা

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা ঃ | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ১২:০১ এএম

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের ২৩ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র শহিদুজ্জামান খানের সভাপতিত্বে বাজেট পেশ করেন হিসাবরক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন। বাজেট উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ১১ কোটি ৯৫ লাখ ৭৯ হাজার ৬০৩ টাকা এবং রাজস্ব ব্যায় ধরা হয়েছে ৪ কোটি ২১ লাখ ৫৯ হাজার ২০৬ টাকা। বাজেটে মূলধন ব্যায় ধরা হয়েছে ৮১ লাখ ৮৬ হাজার ৪৮৫ টাকা।
বাজেট সভায় প্যানেল মেয়র মো. আবু হায়দার লিটন, মহিলা কাউন্সিলর মিসেস রওশন আরা রুবী, হেকমত আলী, কাজী জাহাঙ্গীর, শেখ মোঃ করীর আহম্মেদ মো. শাহাদৎ হোসেন শামীম, মো. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় পৌর সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল হক, উপ-সহকারী মো. মনিরুজ্জামান তালুকদার সহ শিক্ষক , সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন । মেয়র শহিদুজ্জামান খান জানান, এ বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন