বুধবার দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। এতে লোর দায়িত্ব ছাড়ার প্রশ্নও উঠেছে। সম্প্রতি ২০২২ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করেছিল জার্মানি। কিন্তু হয়ত চার বছর আগেই সব সম্পর্ক চুকেবুকে যাচ্ছে। তার কণ্ঠেই দিচ্ছে এমন ইঙ্গিত, ‘এখনি এর উত্তর দেওয়া কঠিন, তবে আমি কয়েক ঘণ্টা ভাবব। এই হতাশা আমাকে গভীরে স্পর্শ করেছে। কাল আলাপ করব। দেখা যাক কি হয়।’
ম্যাচের শেষ বাঁশি বাজার পর ৫৮ বছর বয়সী ইস্পাত কঠিন চেহারার লোর চোখেমুখে কোন আবেগ দেখা যায়নি। তবে ভেতরে কি দহন হচ্ছিল তা প্রকাশ করতে দ্বিধা করেননি তিনি, ‘এটা চরম হতাশা আমাদের জন্য। ড্রেসিং রুমে মৃত্যুর মতো নিরবতা নেমে এসেছিল।’
জার্মানির বাদ পড়ার সূত্র প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরে। সেই মেক্সিকো আজ সুইডেনের কাছে তিন গোলে হেরেও উঠেছে দ্বিতীয় রাউন্ডে। যোগ্য দুই প্রতিপক্ষকে বিদায় বেলায় অভিনন্দন জানিয়েছেন জার্মান কোচ, ‘মেক্সিকো আর সুইডেনকে অভিনন্দন। আমরা বাদ পড়ে গেছি। গোল করার অনেক সুযোগ এসেছিল। কিন্তু আমরা পারিনি।’
মন্তব্য করুন