শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

বাড়িতেই ফাইনাল দেখবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট কাতারে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২২, ১:১৪ পিএম

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে কাতারে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। তিনি জানান, আজ রোববারে নিজ দেশের জাতীয় দল ও ফান্সের মধ্যে বিশ্বকাপ ফাইনাল ঘরে বসেই দেখবেন। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনার এই প্রেসিডেন্ট আর্জেন্টিনোস জুনিয়রস ক্লাবের একনিষ্ঠ ভক্ত। এখান থেকেই ফুটবল তারকা ডিয়েগো ম্যারাডোনার উত্থান হয়েছিল।

রোববার এক টুইট বার্তায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমার দেশের লাখো মানুষের মতো করে আমিও বাড়িতে বসে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখব। মাঠে আমরা সেরাটা দেব, আর আমাদের গৌরবান্বিত ভক্তরা গ্যালারি থেকে তা উপভোগ করবেন।’

তবে আর্জেন্টিনার এই প্রেসিডেন্ট বিশ্বকাপের ফাইনাল দেখতে কাতারে না গেলেও প্রতিপক্ষ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো স্টেডিয়ামে সশরীরে হাজির হচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Farah ১৮ ডিসেম্বর, ২০২২, ২:৫১ পিএম says : 0
Mani na, Manbo na. Jani na, Janbo na.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন