শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করলেন এক মা ! বৃহস্পতিবার রাতে বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনি এলাকায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, বাগড়া কলোনি মাদরাসার সামনে থেকে এলাকাবাসী বিষপানে অসুস্থ মা শান্তা ইসলাম (২০) ও তার এক বছর বয়সী ছেলে শামীম হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করা হয়। মাঝরাতের দিকে দুইজনই মারা যায়।
পুলিশ ধারণা করছে, পারিবারিক কোন সমস্যার কারণে জীবনের প্রতি বিরক্ত হয়ে প্রথমে শিশুকে বিষ খাইয়ে পরে মা নিজে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন