রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

২০ খেলোয়াড়ই একপ্রান্তে!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৮, ৫:৪৭ পিএম

দুই দলের মোট খেলোয়াড় ২২ জন। আর রেফারি নিয়ে মাঠের এপ্রান্ত-ওপ্রান্ত দৌড়ানো লোকের সংখ্যা ২৩। এই ২৩ জনের মধ্যে যদি ২০ জনই একপ্রান্তে অবস্থান করেন তাহলে সেই ‘অবস্থানের’ গুরুত্বটা সহজে অনুমেয়।

ব্রাজিল-সার্বিয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের কোনো এক মুহূর্তে মাঠের চিত্র এরকমই দাঁড়ায়, যা ক্যামেরাবন্দি করেন কোনো এক ফটোগ্রাফার। এটি কোনো খেলায় বিরল ঘটনা।

ওই ছবিতে দেখা যায়, দুই দলের ২২ জন খেলোয়াড়ের মধ্যে ২০ জনই ব্রাজিলের প্রান্তে অবস্থান করছেন। এই ২০ জনের ১০ জন ব্রাজিলের, ১০ জন সার্বিয়ার।

প্রথমার্ধে গোল হজম করে সার্বিয়া দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে যায়। বেশ কয়েকটি আক্রমণ শানিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ইউরোপের দেশটি। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন