শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কক্সবাজারে সার্ফিং প্রশিক্ষণ শুরু

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : পঞ্চাশজন নতুন সার্ফারদের নিয়ে গতকাল কক্সবাজারের লাবনী পয়েন্টে শুরু হয়েছে সার্ফিং প্রশ্ক্ষিণ ক্যাম্প। বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের (বিএসএ) উদ্যোগে আসন্ন ব্র্যাক চিকেন দ্বিতীয় জাতীয় সার্ফিং প্রতিযোগিতাকে সামনে রেখে শুরু হয় আটদিন ব্যাপী এই প্রশিক্ষন ক্যাম্প। নবাগত সার্ফারদের প্রশিক্ষন দিচ্ছেন যুক্তরাস্ট্রের হাওয়াই থেকে আসা সার্ফিং দ্য নেশন্সের (এসটিএন) পুরুষ ও নারী সদস্যরা। সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জনাব জামাল রানা। এসময় বিশেষ অতিথি ছিলেন টুর্ণামেন্টের হসপিটালিটি পার্টনার বেষ্ট ওয়েস্টার্ন প্লাস হেরিটেজের জেনারেল ম্যানেজার এসএম শাহাব উদ্দিন, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের অপারেশন ম্যানেজার মোঃ দোলোয়ার হোসেন, হোটেল ওশান প্যারাডাইসের ফুড এন্ড বেভারেজ ম্যানেজার কাজী মোয়াজ্জেম হোছাইন, ফ্রন্ট ডেস্ক ম্যানেজার এহছান ও বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের কক্সবাজার জেলা সভাপতি মনির উ্িদ্দন হাসান তালুকদার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন