শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আবারো সবার ওপরে মেসি

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয়বারের মত বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হলেন আর্জেন্টিনা ও বার্সেলোনা ফুটবল তারকা লিওনেল মেসি। তাঁর বার্ষিক বেতন ৭৪ মিলিয়ন ইউরো (৮৪.৩ মিলিয়ন ডলার)। এমনটিই জানিয়েছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। গতবারের চেয়ে এবার মেসির আয় বেড়েছে ৯ মিলিয়ন ইউরো। পাঁচ বারের ফিফা ব্যালন ডি অ’র জয়ীর পরেই আছেন পর্তুগিজ ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার বার্ষিক আয় ৬৭.৪ মিলিয়ন ইউরো। ৪৩.৫ মিলিয়ন ইউরো বার্ষিক আয়ে তৃতীয় অবস্থানে আছেন ব্রাজিলিয়ান তারকা ও মেসির ক্লাব সতীর্থ নেইমার জুনিয়র। এছাড়া বার্ষিক ২৪ মিলিয়ন ইউরো বেতন পাওয়া এঞ্জেল ডি মারিয়া হলেন ফ্রান্সের সবচেয়ে দামী ফুটবলার। কোচদের মধ্যে আয়ের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে পর্তুগিজ কোচ হোসে মরিনহো। গত ডিসেম্বরে চেলসি থেকে পদচ্যুত হওয়ার পরও ২৪ মিলিয়ন ইউরো আয় নিয়ে এই তালিকার শীর্ষে স্বঘোষিত ‘ম্পেশাল ওয়ান’। শীর্ষ তিনের বাকি দু’জন হলেন বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা ও রাশিয়া জাতীয় ফুটবলের সদ্য সাবেক ইটালিয়ান কোচ ফ্যাবিও ক্যাপেলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন