স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাচকের পদটি যেন সত্যিকারের মিউজিক্যাল চেয়ার। গত কয়েক বছরে বেশ কয়েকবার পরিবর্তন এসেছে নির্বাচক কমিটিতে। আরেকটি রদবদলও আসন্ন। অরবিন্দ ডি সিলভার জায়গায় আবারও প্রধান নির্বাচক হচ্ছেন সনাৎ জয়াসুরিয়া। আনুষ্ঠানিকভাবে নিয়োগ এখনও না দেওয়া হলেও সিদ্ধান্তটি নিশ্চিত করেছেন এসএলসি প্রধান থিলাঙ্গা সুমাথিপালা, ‘শ্রীলঙ্কান ক্রিকেটকে নতুন পথে নিয়ে যেতে আমরা কিছু পরিবর্তন আনতে যাচ্ছি। এরই অংশ হিসেবে আমরা নির্বাচক কমিটির চেয়ারম্যান নিয়োগ দিতে যাচ্ছি সনাৎ জয়াসুরিয়াকে।’
এসএলসির ভাইস প্রেসিডেস্ট মোহন ডি সিলভা জানিয়েছেন, নির্বাচক কমিটিতে থাকবেন বিস্ফোরক উদ্বোধনী জুটিতে জয়াসুরিয়ার এক সময়ের সঙ্গী রমেশ কালুভিথারানা ও তার আরেক সাবেক সতীর্থ অফ স্পিনার রঞ্জিত মাদুরাসিংহে। থাকতে পারেন সাবেক পেসার এরিক উপাশান্থাও।
এর আগে ২০১৩ সালে এই দায়িত্ব নিয়েছিলেন জয়াসুরিয়া। দুই বছর দায়িত্বে থেকে পদত্যাগ করেছিলেন গত এপ্রিলের শুরুতে। প্রধান নির্বাচক হিসেবে জয়াসুরিয়ার আগের মেয়াদে শ্রীলঙ্কা জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ; ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ডে। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে অধিনায়কত্ব দেওয়ার কাজটিও করেছিলেন তারাই, যেটি পরে প্রশংসনীয় হয়েছে ব্যপকভাবে। তবে সেই মেয়াদে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে, বিশেষ করে মাহেলা জয়াবর্ধনের সঙ্গে জয়াসুরিয়ার দ্ব›দ্বটাও প্রকাশ্য হয়েছিল।
শ্রীলঙ্কার আসছে ইংল্যান্ড সফরের দল নির্বাচন করবেন অবশ্য ডি সিলভার নেতৃত্বাধীন আগের কমিটিই। তবে তাদেরকে বলা হয়েছে, জয়াসুরিয়ার সঙ্গে পরামর্শ করে দল নির্বাচন করতে। এসএলসির ভাইস প্রেসিডেন্ট মোহন ডি সিলভা জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হবে জয়াসুরিয়ার কমিটিকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন