২৮ জুন ঢাকা ব্যাংকের ২৩ তম বার্ষিক সাধারণ সভা গ্রান্ড বলরুম, প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান। অন্যদের মধ্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক আব্দুল হাই সরকার, প্রাক্তণ চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক আলতাফ হোসেন সরকার, মোহাম্মদ হানিফ, মো. আমিরউল্লাহ, আবদুল্লাহ্ আল-আহসান, তাহিদুল হোসেন চৌধুরী, জসিম উদ্দিন, খন্দকার মনির উদ্দিন, খন্দকার জামিল উদ্দিন, আমানুল্লাহ সরকার, মির্জা ইয়াসির আব্বাস, এম,এন,এইচ বুলু, মনোয়ারা খন্দকার, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, প্রাক্তণ পরিচালক খন্দকার মোহাম্মদ শাহজাহান, মিসেস রাখি দাশ গুপ্ত এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক খান শাহাদাৎ হোসেন, মোহাম্মদ আবু জাফর এবং কোম্পানী সচিব আরহাম মাসুদুল হকসহ প্রচুর সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উক্ত সভায় ২০১৭ সালের জন্য ১২.৫০% স্টক লভ্যাংশ ঘোষণা করা হয়। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন