শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিশ্বকাপের দ্রæততম হলুদ কার্ড!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৮, ১২:০৩ এএম

 বিশ্বকাপের ইতিহাসে দ্রæততম হলুদ কার্ড দেখার রেকর্ড গড়েছেন মেক্সিকান ডিফেন্ডার হেসুস গাইয়ার্দো।
বুধবার একাতেরিনবুর্গে ‘এফ’ গ্রæপের ম্যাচটিতে ৩-০ গোলে জয় পায় সুইডেন। খেলা শুরুর মাত্র ১৩ সেকেন্ডের মাথায় সুইডিশ ফরোয়ার্ড ওলা তইভনেনকে ফাউল করলে হলুদ কার্ড দেখেন গাইয়ার্দো।
মেক্সিকান লেফট ব্যাক ভেঙ্গেছেন ২৪ বছরের পুরোনো রেকর্ড। ১৯৯৪ সালের বিশ্বকাপে রাশিয়ার সের্গেই গোরলুকোভিৎসের ৫৪ সেকেন্ডে দেখা হলুদ কার্ডটি ছিল আগের দ্রæততম।
মেক্সিকো-সুইডেন ম্যাচে হয়েছে আরো একটি অনাকাঙ্খিত রেকর্ড। মেক্সিকোর ডিফেন্ডার এদসন আলভারেস ৭৪তম মিনিটে করেন চলতি টুর্নামেন্টের সপ্তম আত্মঘাতী গোল। এর আগে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৬টি আত্মঘাতী গোল হয়েছিল ১৯৯৮ সালে ফ্রান্সে।
আগামী সোমবার সামারায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে মেক্সিকো। পরদিন মঙ্গলবার সেন্ত পিতার্সবুর্গ স্টেডিয়ামে সুইডেনের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন