শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আদালতের নির্দেশনা উপেক্ষা করে মার্কেট দখল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০২ এএম


উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে টাঙ্গাইলের সদর উপজেলার আদালত সড়কে নির্মাণাধীন সমবায় সুপার মার্কেট দখলের ঘটনা ঘটেছে। রিটকারী আইনজীবী বলছেন, বিষয়টি আদালত অবমাননার শামিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিগগিরই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ঘটনায় ২৪ জুন সংশ্লিষ্টদের বিরুদ্ধে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আইনজীবী আরো জানায়, জেলার সদর উপজেলার আদালত সড়কে নির্মাণাধীন সমবায় সুপার মার্কেটের পজেশন বরাদ্দ নিয়ে স্থানীয় কুদরত-ই-ইলাহী ও সুলতান আলম খানের সঙ্গে স্থানীয় আজিজুল হক গিনির দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। এ অবস্থায় বিষয়টি নিয়ে দোকান মালিকদের পক্ষে রাহেলা জাকিরসহ তিনজন হাইকোর্টে রিট করলে আদালত গত বছরের ১৫ অক্টোবর ওই মার্কেটের নির্মাণ কাজ স্থগিত করে। পরে বিবাদীরা লিভ টু আপিল করলে আপিল বিভাগ ওই মার্কেটের নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা জারি করে।
কিন্তু আপিল বিভাগের এই নির্দেশনা উপেক্ষা করে ২৪ জুন কুদরত ও সুলতানের সহযোগীরা মার্কেটের গেটে তালা লাগিয়ে দেন। রিটকারীপক্ষের আইনজীবী মো. ইকবাল হোসেন বলেন, আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা অবস্থায় বিবদমান মার্কেটের দখল নেয়া আদালত অবমাননার শামিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শিগগিরই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন