শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সিরিজ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৮, ১২:০১ এএম

 প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারাতে শেষ ওভারে দরকার ছিল ৪ রান। এজন্য শেষ বল পর্যন্ত খেলতে হয়েছিল বাংলাদেশকে। কিন্তু কাল এই পথে হাটেননি সানজিদা ইসলাম। ইমিয়ার রিচার্ডসনের করা শেষ ওভারের প্রথম বলেই স্কয়ার লেগ দিয়ে হাঁকালেন বিশাল ছক্কা। তাতেই আইরিশদের বিপক্ষে ৪ উইকেটের জয়ের সঙ্গে তিন ম্যাচের সিরিজও জয় নিশ্চিত হয় বাংলাদেশের মেয়েদের।
ডাবলিনে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১২৫ রান। সহজ লক্ষ্যটা হঠাৎ কঠিন হয়ে পড়ে ২১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে। ৯৬ রানে ১ উইকেটে থেকে মুহূর্তে ১১৭ রানে ৬ উইকেটে পরিণত হয়। শেষ ওভারে ৬ রানের লক্ষ্য মনে হচ্ছিল দুরের বাতিঘর। এমন সময় সানজিদার সেই দর্শনীয় ছক্কা। ওপেনার শারমিন সুলতানা সর্বোচ্চ ৫১ (৫১ বলে) ও ফারজানা হক করেন ৩৬ রান (৩৪ বলে)। সানজিদা অপরাজিত থাকেন ১১ রানে (৯ বলে)। এর আগে আইরিশদের সংগ্রহ বড় হতে দেননি জাহানারা আলম (২/১৫) ও নাহিদা আক্তাররা (২/১৮)।
টি-২০তে এটি বাংলাদেশের নারীদের টানা পঞ্চম জয়। কুয়ালালামপুরে নারী এশিয়া কাপ জয় করে আয়ারল্যান্ড সফরে রয়েছে সালমা খাতুনের দল। আগামীকাল একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন