একই পর্বে হোঁচট থেকে থাকা আর্জেন্টিনা তা পারেনি। আইসল্যান্ডের সঙ্গে ড্র করার পর ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারে নকআউট পর্বে ওঠা কষ্টসাধ্য হয়ে পড়ে তাদের। গ্রুপে নিজেদের শেষ ম্যাচটা হয়ে ওঠে বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে দলকে দারুণ এক গোলে দলকে এগিয়ে নেন মেসি। শেষ মুহূর্তে মার্কোস রোহো গোল করলে রোমাঞ্চকর এক জয়ে পরের রাউন্ডের টিকেট পায় হোর্হে সাম্পাওলির দল।
আর্জেন্টিনা অধিনায়ক মেসিকে নিয়েই সব ভয় দেশমের। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার একাই চলতি বিশ্বকাপে ফ্রান্সের পথ চলা শেষ করে দিতে পারে বলে মনে করেন ৪৯ বছর বয়সী এই কোচ,‘ মেসি মেসিই। তার পরিসংখ্যানের দিকে তাকান, ১২৭ ম্যাচে ৬৫ গোল। আশা করি, আমরা তাকে মার্ক করে নিষ্ক্রিয় করে রাখতে পারব। অবশ্য অল্প সুযোগেই সে পার্থক্য গড়ে দিতে পারে।’
তিনি বলেন, ‘যখন আপনি আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে খেলবেন তখন অন্তত তার প্রভাবটা সীমিত রাখার কিছু উপায় আছে। তবে তাদের দলটা খুবই অভিজ্ঞ। আমরা মেসির ব্যাপারে কথা বলি। তবে হাভিয়ের মাসচেরানোও অনেক ম্যাচ খেলেছে। তাই চাপে সে অভ্যস্ত। আমাদের অনভিজ্ঞ অনেক খেলোয়াড় আছে। এটা কোনো অজুহাত না, এটা বাস্তবতা। আগামীকাল (শনিবার) বিষয়গুলো যাতে ভালো যায় সেজন্য আমরা আমাদের সেরাটা দেব।’
আর্জেন্টিনার বিপক্ষে রক্ষণে লুকা এরনঁদেজ, স্যামুয়েল উমতিতি ও রাফায়েল ভারানেকে রাখতে পারেন দেশম। লা লিগায় খেলায় এই তিন ডিফেন্ডারেরই মেসির ব্যাপারে বেশ জানাশোনা। উমতিতি বার্সেলোনায় মেসির সতীর্থ। এরনঁদেজ খেলেন আতলেতিকো মাদ্রিদে, ভারানে রিয়াল মাদ্রিদে। তবে মেসির বিপক্ষে শিষ্যদের খেলার অভিজ্ঞতা থাকার বিষয়টা খুব কাজে দেবে বলে মনে করেন না ফরাসি কোচ,‘তবে প্রতিভার কারণে মেসি মেসিই। অল্পতেই সে জ্বলে উঠে এবং পার্থক্য গড়ে দেয়। তার ব্যাপারে আগেভাগে কিছু বলা যায় না।’
মন্তব্য করুন