শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

এবার সাফল্যের খোঁজে আর্জেন্টিনার মেসি

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত এমন কোন সাফল্য নেই যা তিনি ফুটবলের কাছ থেকে পাননি। নিজের সোকেসেও সাজানো ৫-পাঁচটি বর্ষসেরার ট্রফি যা আর কারো নেই। ব্রাজিল বিশ্বকাপেও হয়েছিলেন সেরা খেলোয়াড়ের খেতাব। ক্লাবের হয়ে প্রাপ্তির হিসাব বাদই দিলাম। কিন্তু এত পাওয়ার মাঝেও মনের গোহিনে এক শূন্যতা নিয়ে ঘুরে বেড়ান ফুটবল জাদুকর। দেশের হয়ে যে কোন শিরোপাই জেতা হল না তার। বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হওয়ার পর ১২ মাসের ব্যবধানে কোপার ফাইনালেও চিলির কাছে টাইব্রেকারে হার। এই ক্ষত যে কুরে কুরে খাচ্ছে আর্জেন্টাইন অধিনায়ককে। তবে এবার সেই দুঃখ ঘোচাতে চান মেসি। আর আর্জেন্টিনাকে হতাশায় পুড়তে হবে না বলেও ঘোষণা দিয়েছেন গ্রহের সেরা খেলোয়াড়। চোখ রেখেছেন এ বছরেই অনুষ্ঠেও বিশেষ কোপা আমেরিকার দিকে।
আর্জেন্টিনা সর্বোশেষ কোন বৈশ্বিক শিরোপা জিতেছিল সেই ১৯৯৩ সালে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। এরপর আর কোন ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি ডিয়েগো ম্যারাডোনার দেশটি। অলিম্পিকে একবার সোনা জিতেছিলেন ঠিকই কিন্তু তা তো আর জাতীয় দলের অর্জন নয়। মেসির হাত ধরে ২-দুটি ফাইনালে উঠেও দল হয়েছে ব্যর্থ। সেই ব্যর্থতাই এবার হবে দলের শক্তি হবে বলে জানান তিনি। তিনি বলেনÑ ‘ টানা দু’টি ফাইনালে এমন হার ছিল দুঃখজনক। দু’বারই শিরোপা হাত ফোসকে গেছে। তবে আমরা একদিন স্বপ্ন পূরণ করবই। আমাদের লক্ষ্য অনেক বড়। ইদানিং আর্জেন্টিনা ভালোই খেলছে। আমরা উন্নতিও করছি, দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে জিততে হলে এটা খুব প্রয়োজন। আমি বিশ্বাস করি এবার আমরা ঘুরে দাঁড়াবই।’
দুই ফাইনালে হারের জন্য ভাগ্যকেই দুষলেন মেসিÑ ‘খেয়াল করলে দেখবেন, জার্মানির বিপক্ষে আমরা প্রায় টাইব্রেকারের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। আমরা এর জন্য তৈরীও ছিলাম। এছাড়া চিলির বিপক্ষে ম্যাচটি হাড্ডাহাড্ডি ছিল। আমরাই বেশি সুযোগ পেয়েছিলাম। কিন্তু খুব কাছে গিয়েও টাইব্রেকারে হেরে গেছি। এটা দুঃখজনক ছিল।’
আসছে কোপা আমেরিকায় আর্জেন্টিনার স্বপ্ন বুকে ধারন করে মেসি বলেনÑ ‘আমাদের অনেক প্রত্যাশা আছে। অবশেষে কিছু জেতার স্বপ্ন পূরণের অনেক ইচ্ছাও আছে। এ বছরই আসছে একটা কোপা আমেরিকা। আগের তুলনায় এবার আমাদের সম্ভবনা অনেক বেশি। আমরা এর জন্যই প্রস্তুত হচ্ছি।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন