শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

টিটি’র সাথে এবার জয়যাত্রা ফাউন্ডেশন

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দশটি করে পুরুষ ও মহিলা দলের অংশগ্রহণে মার্চের প্রথম দিকে শুরু হবে প্রিমিয়ার বিভাগ টেবিল টেনিস লিগ। পুরুষ দলে শেখ রাসেল, পাললিক, মেরিনার্স, ওয়ারী এবং মহিলা দলে আবাহনী, ঢাকা ইয়াংসের মতো দলগুলো অংশ নেবে। তবে এবার টেবিল টেনিসের তিনটি লীগের পৃষ্ঠপোষক হয়েছে জয়যাত্রা ফাউন্ডেশন। গতকাল বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব মোঃ আবদুল করিমের আগারগাঁওস্থ কার্যালয়ে একটি চুক্তি সই হয়। এসময় সভাপতির হাতে পৃষ্ঠপোষকতার চেক তুলে দেন জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর। এ সময় ফেডারেশনের সহ সভাপতি শামসুল আলম আনু, শেখ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর ও জয়যাত্রা ফাইন্ডেশনের ট্রাস্টি ব্যারিষ্টার ইফতেখার জুনায়েদ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)