পর্তুগালের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ায় এদিনসন কাভানিকে নিয়ে শঙ্কা জেগেছে। তবে তা গুরুতর কিছু নয় বলে আশা করছেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। সোচিতে শনিবার রাতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ২-১ গোলে জিতেছে উরুগুয়ে। দলের দুটি গোলই করেন কাভানি।
তবে পুরো ম্যাচে খেলতে পারেননি পিএসজির এই স্ট্রাইকার। সপ্তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর ৬২তম মিনিটে বিদ্যূৎ গতির শটে জয়সূচক গোলটি করেন কাভানি। এর ১২ মিনিট পরেই পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়ে যান তিনি। উরুগুয়ের বিপক্ষে জয়ের পর উৎফুল্ল কাভানি বলেন, ‘এটা দারুণ রোমাঞ্চকর। ব্যাখ্যা করার মতো আমার ভাষা নেই। আমি খুশি, খুশি, খুশি। ভাবছি উরুগুয়েতে মানুষ কি করছে। স্বপ্ন দেখতে থাকি। এবারের বিশ্বকাপে এ পর্যন্ত তিনটি গোল করা কাভানির বিশ্বাস, শেষ আটের ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি, ‘আশা করি, এটা তেমন কিছু নয়। দেখা যাক কি হয়, ডাক্তারি পরীক্ষা করা হবে। পায়ের পেশিতে ব্যথা অনুভব করেছিলাম। তাই খেলা চালিয়ে যেতে পারিনি।’ আগামী শুক্রবার সেমি-ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফ্রান্সের বিপেক্ষ খেলবে উরুগুয়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন