রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় দিশারী বাসের ধাক্কায় নিহত হয়েছেন মাসুদ রানা (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আজ সোমবার সকাল পৌনে নয়টায় এ ঘটনা ঘটেছে। শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই সিরাজুল ইসলাম মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল পৌনে নয়টায় দিশারী বাসের ধাক্কায় মাসুদ রানা নিহত হন। এসময় বাসটিকে পুলিশ আটক করলেও চালক পালিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত মাসুদ রানা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করতেন। তার বাবার নাম জাহাঙ্গীর। দারুসালামের ১১ নম্বর রোডের একটি বাসায় দুই ভাই ও এক বোন ও বাবা মায়ের সঙ্গে থাকতেন মাসুদ রানা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন