শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আইয়ুব আলী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : দক্ষিণ মধ্যম হালিশহরের দুই নম্বর সাইডস্থ ইসহাক স্মৃতি সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আইয়ুব আলী স্মৃতি সংসদ। স্থানীয় মাঠে অনুষ্ঠিত প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনালে পেনাল্টি থেকে আরিফের দেয়া একমাত্র গোলে আলেক্সজান্ডার বয়েজকে হারিয়ে তারা এ জয় পায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান রাশেদুল আলম মামুন। বিজয়ী দলের সাইমন ফাইনালে সেরা হিসাবে পুরস্কার লাভ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মতিউর মুন্নাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফিসহ নগদ ১৫ ও ৮ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়েছে। এছাড়া প্রধান অতিথি ব্যক্তিগতভাবে দুই দলকে তিন হাজার টাকা প্রাইজমানি দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন