স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। তিনি আগামী ৩১ জানুয়ারি বিকাল চারটায় দায়িত্ব গ্রহণ করবেন। এদিন বিদায়ী সভাপতি ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভ‚ঁইয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করবেন তিনি। বিওএ সভাপতি পদে নির্বাচনের তফসীল অনুযায়ী ১১ জানুয়ারী মনোনয়ন পত্র বিতরণ করা হয়। নির্ধারিত সময়ে শুধুমাত্র একজন প্রার্থী জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মনোনয়ন পত্রটি যথাযথ হওয়ায় এবং প্রত্যাহার না করায় নির্বাচন কমিশন গতকাল একক প্রার্থী হিসাবে তাকে বিওএ’র নতুন সভাপতি হিসেবে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষনা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন