ইনকিলাব ডেস্ক : চলতি বছর অ্যাপল ওয়াচের বিক্রি অন্তত ২৫ শতাংশ কমতে পারে। নতুনত্বের অভাবকেই এর কারণ বলে জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক কেজিআই সিকিউরিটিজ। খবর নাইনটুফাইভ ম্যাক।
কেজিআই সিকিউরিটিজের তথ্য অনুযায়ী, গত বছর বিক্রি হয়েছিল ১ কোটি ৬ লাখ ইউনিট অ্যাপল ওয়াচ। এবার তা ৭৫ লাখ ইউনিটের নিচে নেমে আসতে পারে। বিশেষক মিং-চি কুওর মতে, পরিধেয় প্রযুক্তি পণ্যের বাজার এখনো পরিণত নয়। অন্যদিকে অ্যাপল ওয়াচে নতুনত্বের অভাবও রয়েছে। এ কারণেই বিক্রি মন্দায় পড়বে। এখন ঘড়ি উত্পাদন বন্ধ রয়েছে। এর বাণিজ্যিক উত্পাদন পুনরায় শুরু হবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর)। আইফোন ৭ উন্মোচনের সময়কেই বেছে নেয়া হতে পারে বাজারে সরবরাহের জন্য। তবে নতুন নকশার কারণে আগামী বছর পন্যটির কদর বাড়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার নিউইয়র্কের শেয়ারবাজারে অ্যাপলের শেয়ারের দামে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। এদিন প্রতি শেয়ারের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে লেনদেন হয় ১০৯ ডলার ৫০ সেন্টে। চলতি বছরের প্রথম সাড়ে ৪ মাসে এর দাম বাড়ল ৪ দশমিক ১ শতাংশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন