শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮

নেইমার কাণ্ডে মুখ খুললেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৮, ৫:৫৫ পিএম

নেইমারের ‘চোট অভিনয়’ নিয়ে গরম বিশ্ব গণমাধ্যম। নেইমারের এমন পারফরমেন্সের নিজেদের সমর্থকরা যেমন দারুণ খুশি, তেমনি দারুণ খেপেছেন ব্রাজিল বিরোধীরাও। মেক্সিকো কোচ বলেছেন, মাঠে চোট পাওয়ার এরকম অভিনয় করে নেইমার ম্যাচের অঙ্কে সময় নষ্ট করেছেন।

ফুটবলের জীবন্ত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা নেইমারের কার্যকলাপ নিয়ে মুখ খুলেছেন। ‘ডি লা মানো ডেল দিয়াজ’ নামক এক প্রোগ্রামে নেইমারের মজা করার বিষয়টা উড়িয়ে দিয়ে ম্যারাডোনা বলেন, ‘নেইমারের অবশ্যই বলা উচিত সে কি আমাদের হাসাতে চায় নাকি কাঁদাতে চায়। যখন মেক্সিকান খেলোয়াড়েরা তার দিকে ধেয়ে এসে তাকে ফেলে দিচ্ছিল, আর সে মাটিতে পড়ে কাতরাচ্ছি তখন তা দেখে সত্যিই আমার কান্না পাচ্ছিল; কিন্তু হঠাৎ উঠেই আবার যখন সে দৌড়াতে শুরু করলো, তখন তা দেখে না হেসেও পারছিলাম না।’

তবে ম্যারাডোনা প্রসংশা করতে কার্পণ্য করলেন না ব্রাজিল দলের কোচ তিতে আর ব্রাজিলের ভালো খেলা নিয়ে। তিনি বলেন, ‘আমি খুবই আনন্দ পেয়েছি ম্যাচটা দেখে। কেননা শক্তিশালী ব্রাজিলকেই মাঠে পেয়েছি আমি। একই সঙ্গে তিতেকেও দারুণ পছন্দ করি, কেননা তিনি দলকে দারুণভাবে গড়ে তুলেছেন।’

গত সোমবার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ব্রাজিল। মূলত নেইমারের নৈপুণ্যেই মেক্সিকোকে সহজেই হারায় তারা। ম্যাচে নেইমার করেছেন এক গোল এবং সতীর্থ রবার্তো ফিরমিনোকে দিয়ে করিয়েছেন আরও একটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন