সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শনিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে সুইডেন। সুইজারল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে উৎফুল্ল সুইডেন পুরোপুরি তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির কোচ ইয়ান আন্দেরসন।
সেন্ত পিটার্সবার্গে গত মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠে সুইডেন। ম্যাচ শেষে আন্দেরসন জানান রাশিয়ায় জয়ের ধারায় থাকতে চান তারা, ‘আমরা মাঠে এবং মাঠের বাইরে পরস্পরের জন্য কাজ করি এবং তার ফল পাওয়ায় দারুণ খুশি। এই জয় যখন আমরা আত্মস্থ করে ফেলব, তখন আমরা ভাবতে বসব শনিবারের ম্যাচ নিয়ে। সুইজারল্যান্ডকে হারিয়েই আমরা তুষ্ট হয়ে যাচ্ছি না। আমরা পরের ম্যাচও জিততে চাই।’
বাছাইপর্ব থেকে এ পর্যন্ত দারুণ আলো ছড়াচ্ছে সুইডেন। বাছাইয়ে গ্রুপ পর্বে তারা নেদারল্যান্ডসকে বিদায় করে দিয়েছিল; প্লে-অফে ছিটকে দিয়েছিল ইতালিকে। রাশিয়ার আসরে গ্রুপ পর্বে জার্মানি এবং শেষ ষোলো থেকে সুইজারল্যান্ডকে বিদায় করেছে তারা। আন্দেরসন আরো বলেন, ‘আমরা জানি আমরা একটা ভালো দল, যে কারণে আমরা সাফল্য অর্জন করেছি। আমরা জানি কিভাবে আমরা এতদূর এসেছি। আমরা এভাবেই পুরোটা সময় কাজ করেছি। একইভাবে তা চালিয়ে যাব এবং অন্য দলগুলো এবং দেশগুলো এটা নিয়ে কি ভাবে সেটা আমাদের খুব আগ্রহের বিষয় নয়।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন