ইনকিলাব ডেস্ক : অর্থনীতিতে আশার বাণী শোনাল শ্লথ গতিতে থাকা চীন। সদ্য শেষ হওয়া মার্চ মাসে দেশটির রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১১.৫ শতাংশ বেড়েছে; যা গত ৯ মাসের মধ্যে প্রথম কোনো সুসংবাদ।
গতকাল বুধবার চীনের কাস্টমস সূত্র এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো গুরুত্ব সহকারে এ সংবাদ প্রকাশ করেছে। অর্থ বিশ্লেষকরা বলছেন, চীনের এই উন্নতি শুধু দেশটির জন্য নয়, বিশ্ব অর্থনীতিকে আবার জেগে উঠার স্বপ্ন দেখাচ্ছে। খবরে বলা হয়, আলোচিত মাসে চীনের রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ১৬০.৮ বিলিয়ন ডলারে। এর আগের মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে এ আয় ২৫ শতাংশ কমে যায়। কাস্টমসের তথ্য মতে, রপ্তানি আয় বৃদ্ধি ও আমদানি কমে যাওয়ায় এ মাসে চীনের প্রায় ৩ হাজার কোটি ডলারের বাণিজ্য ঘাটতি কমেছে। আলোচিত মাসে রপ্তানি ২.৫ শতাংশ বৃদ্ধি ও আমদানি ১০.২ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন অর্থনীতিবিদরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন