রাশিয়া বিশ্বকাপ থেকে রদ্রিগেজের দেশ বিদায় নিয়েছে দ্বিতীয় পর্ব থেকে। শেষ আটে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত হয়েছে কলম্বিয়া।
বিশ্বকাপ থেকে কলম্বিয়া বাদ পড়ার পর দুই ফুটবলারকে প্রাণনাশের হুমকি দিয়েছে দেশটির কতিপয় অজ্ঞাত ব্যক্তি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে পেনাল্টি শ্যুটআউটে গোল করতে ব্যর্থ হয়েছেন কার্লোস বাক্কা ও মাতেউস উরিব। সেই অপরাধেই দেশে ফেরার আগেই তাদের খুন করে ফেলার হুমকি দিয়েছে কে বা কারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক্কা ও উরিবকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরে মোবাইল ফোনেও আসে অজ্ঞাত কল। এসবের ব্যাপারে এখনো কিছু জানায়নি বাক্কা কিংবা উরিবের পরিবার। এমনকি কলম্বিয়ার ফুটবল ফেডারেশনও তাদের নিরাপত্তার জন্য বিশেষ কোন ব্যবস্থার খবর দিতে পারেনি।
মাঠের খেলার ব্যর্থতায় ফুটবলারের প্রাণ নেয়ার ঘটনা নতুন নয় কলম্বিয়ানদের জন্য। ১৯৯৪ সালের বিশ্বকাপে আত্মঘাতী গোল করে নিজ দেশের বিদায় নিশ্চিত করায়, সেবার বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে আততায়ীর গুলিতে প্রাণটাই হারিয়েছিলেন আন্দ্রেস এসকোবার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন